"দানা" রাজ্যে এলে তাদের দানা পানি হতো। শনিবার মালদা জেলার বৈষ্ণব নগরের চামাগ্রামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে এসে তৃণমূলকে এমন ভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মালদা জেলার বৈষ্ণব নগরের চামা গ্রামে আয়োজন করা হয় চামাগ্রাম ফুটবল টুর্নামেন্ট ২০২৪। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি পার্থ ঘোষ, বিধায়ক গোপাল সাহা, বিজেপি নেতা তারক ঘোষ, বিশ্বজিৎ রায়, মহিলা মোর্চার সদস্য সুতপা মুখার্জী সহ আরও অনেকেই। এই ফুটবল প্রতিযোগিতার সূচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, রাজ্যে সর্বত্র থ্রেট কালচার চলছে। জুনিয়র ডাক্তারদেরও দেওয়া হচ্ছে। পুলিশ বলেন, জুনিয়র ডাক্তার বলেন সমস্ত কিছুতেই থ্রেট কালচার এই রাজ্যে। থ্রেট দিয়েই ডাক্তারদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। এদিকে এক সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি জানান, দানা পশ্চিমবঙ্গে না ঢুকে ওড়িশা রাজ্যে প্রবেশ করেছে। যার কারণে এখানকার নেতাদের দানা পানি আর হল না।